xiaomi স্মার্টফোনে আসছে 8k ভিডিও রেকর্ডিং সাপোর্ট

View: 371

Xiaomi স্মার্টফোনে আসছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট

26 Sep, 2019    0


সম্প্রতি চীনে Android অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির কাস্টম স্কিনের লেটেস্ট ভার্সান MIUI 11 সামনে এনেছে Xiaomi। MIUI 11 বিটা ভার্সানে নতুন ক্যামেরা অ্যাপ ব্যবহার হয়েছে। এবার নতুন ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে জানা গেল MIUI 11 বিটা ভার্সানে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতে পারে। 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 8K ভিডিও রেকর্ড করা যাবে। এই মুহুর্তে Xiaomi -র কোন স্মার্টফোনে 8K ভিডিও রেকর্ড করার হার্ডওয়্যার সাপোর্ট নেই। তবে শিঘ্রই 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে বেইজিং এর কোম্পানিটি।সম্প্রতি XDA Developer ফোরামে ‘kackskrz' নামের এক সদস্য জানিয়েছেন MIUI 11 ক্যামেরা অ্যাপের সোর্স মোডে “UHD 8K, 30fps” আর “8K UHD” লেখা দেখা গিয়েছে। এক রিপোর্টে জানানো হয়েছে ভিডিও কোয়ালিটি বদল করার সেটিংসের সোর্স কোডে এই শব্দগুলি ব্যবহার হয়েছে। একই ফোরামে অন্য এক সদস্য জানিয়েছেন “এই মুহুর্তে Xiaomi -র কোন ফোনে 8K ভিডিও রেকর্ড করার হার্ডওয়্যার নেই।” ভবিষ্যতে এই ফিচার সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi।এই মুহুর্তে Qualcomm Snapdragon 855+, Samsung Exynos 9825 আর Huawei Kirin 990 max এর মতো সেরা স্মার্টফোনে চিপসেটগুলিতে 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যায়। তবে 8K ভিডিও রেকর্ড করার জন্য Xiaomi কোন চিপসেট ব্যবহার করবে জানা যায়নি। 27 সেপ্টেম্বর চিনে MIUI 11 ওপেন বিটা ডাউনলোড শুরু হবে।

Comments