Sotophone
Latest Update
মাইক্রো ব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের মধ্যে যাদের ব্লু টিক রয়েছে তারা ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখবেন। অর্থাৎ অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশনের ফলে মিলেছে এই সুবিধা।
দৈনন্দিন জীবনে কথা বলা, গান শোনা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে স্মার্টফোন সবার হাতে। তবে অনেকেই এ প্লাটফর্মের গোপন কিছু কোডের ব্যাপারে জানেন না।
ফেসবুকে কনটেন্ট তৈরি বেশ পরিশ্রমের কাজ। কিন্তু এত পরিশ্রমের ফলেও যদি সেই কনটেন্ট প্রত্যাশিত সাড়া না পায়, তাহলে হতাশ হওয়াই স্বাভাবিক।
নকিয়া সি১২ প্লাস মডেলের নতুন ফোন নিয়ে এলো নোকিয়া। বড় ডিসপ্লের এই ফোনে রয়েছে ৩২ জিবি স্টোরেজ ও ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
চলতি মাসে উন্নত ক্যামেরাসংবলিত ডিভাইসটি বাজারে প্রবেশ করবে। কয়েক সপ্তাহ ধরে ডিভাইসটির বাজারজাত নিয়ে গুঞ্জন শেষে আনুষ্ঠানিক এ ঘোষণা এল।
হারানো ফোন খুঁজে দিতে গুগলের ফাইন্ড মাই ডিভাইস বেশ কার্যকর। তবে এবার আসছে নয়া ফিচার। ফোন বন্ধ থাকলেও কাজ করবে ফাইন্ড মাই ডিভাইস।
পোকো এফ-সিরিজ নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে। স্মার্টফোন সেগমেন্টের মধ্যে এখন এটিকে কেন্দ্র করেই বেশি হাইপ তৈরি হচ্ছে।
আসন্ন রমজান ও ঈদের আমেজ আরও বাড়িয়ে তুলতে, অপো এর জনপ্রিয় এফ২১ প্রো ফাইভজি ও এ৭৭ (৪জিবি র্যাম +৪জিবি পর্যন্ত র্যাম সম্প্রসারণ, মোট ৮ জিবি) এই দু’টি ডিভাইসে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে।
শাওমি ও একই মালিকানার অপর কোম্পানি ভিভো’র পর এবার বিশাল এক ইঞ্চি’র ক্যামেরা সেন্সর আনা সর্বশেষ স্মার্টফোন হিসেবে তালিকায় নাম লিখিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা কোম্পানি অপো।
রমজানের পবিত্রতা রক্ষার জন্য টিকটক, ফেসবুক রিলস, বিগো ও লাইকি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
ইউটিউব মিউজিকে গান চালালে সেটি এখন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। নতুন এই ফিচারটি ব্যবহার করতে সেটিংস থেকে চালু করে নিতে হবে। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন।
মোবাইলের সেটিংস অপশন থেকে মোবাইল নেটওয়ার্ক অপশনে যান। ইন্টারনেট ব্যবহৃত সিমের নেটওয়ার্ক ৩জি হলে নেটওয়ার্ক সিম মোড অটোমেটিক করে দিন।
গ্রামীণফোন তাদের কাস্টমার কেয়ারগুলিতে ০১৭১১ সিরিজের সিম ৩০০ টাকা এবং সাথে ছয় মাস মেয়াদের ৭২০০ মিনিট টকটাইম বাধ্য করছে গ্রাহককে। যা সম্পূর্ণ আইন এবং নীতি বহির্ভূত।
বার আঙুলের ছাপের বদলে হাতের তালু দেখিয়েই নিজের পরিচয় জানান দেওয়া যাবে। নতুন এ সুবিধা দিতে ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তিনির্ভর যন্ত্র এবং নেটওয়ার্ক তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান কিয়ো।
প্রতিদিন একাধিক স্প্যাম ই-মেইল মুছে ফেলা বেশ বিরক্তিকর। তবে চাইলেই স্প্যাম ই-মেইল পাঠানো আইডিগুলো ব্লক করার পাশাপাশি নিবন্ধন করা ই-মেইলসেবা বাতিল করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ইউটিউব লাইভে অসংখ্য চ্যাটের ভিড়ে অনেক সময় প্রশ্নগুলো চোখ এড়িয়ে যায়। এ সমস্যার সমাধানে ‘লাইভ কিউ অ্যান্ড এ’ সুবিধা চালু করেছে ইউটিউব।
ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সারা দেশে যেমন এক রেট, তেমনি মোবাইল ইন্টারনেটের দামও নির্ধারণ করে দেওয়া হবে। বেঁধে দেওয়া দামে যেন সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে।
পুরাতন সার্ভারে ফিরছে ইভ্যালি। এর ফলে সব তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টা ২৬ মিনিটে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে জিমস্যাট-১ নামে ন্যানো স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। জাপান অ্যারোস্পেস এজেন্সির প্রকল্পের আওতায় এটি উৎক্ষেপণ করা হয়েছে।
তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে স্টাইলিশ ডিজাইন ও উন্নত সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তির পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন সি৩৩ উন্মোচন করেছে।
জিমেইলের অফলাইন ফিচার ব্যবহার করতে হলে ক্রোম ব্রাউজারের ৬১ ভার্সন প্রয়োজন হবে। এরপর নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করলেই এ সেবা পাওয়া যাবে।
গত সেপ্টেম্বরে পুরোনো সিম বিক্রির অনুমতি দেওয়া হলেও ৬ নভেম্বর তা প্রত্যাহার করে নেওয়া হয়। এই নিয়ে খোলামেলা কথা বলেছেন বিটিআরসির চেয়ারম্যান।
স্মার্টফোনের ক্যামেরা রেটিং ওয়েবসাইট ডিএক্সও মার্কের তালিকায় এখন শীর্ষে হুয়াওয়ের হুয়াওয়ের মেট ৫০ প্রো। সেরা ক্যামেরা ফোনের তকমা পেল হুয়াওয়ের মেট ৫০ প্রো।
অপো এবং ভিভো ব্র্যান্ডের যেসব স্মার্টফোনে টাচপাল কী-বোর্ড সক্রিয় ছিল সেসব ডিভাইস ‘স্পিন মেইজ’ নামক একটি ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ম্যালওয়্যার বিভিন্ন তথ্য হ্যাকারদের কাছে পাঠাতে সক্ষম।
টিকটক জানায়, কাজ করার জন্য কিছু প্রয়োজন অনুযায়ী তাদের গোপনীয়তা নীতিমালা নির্ধারণ করা হয়। টিকটকের এই নীতিমালা বেশ কয়েকটি দেশের কর্তৃপক্ষের তদন্তের আওতায় এসেছে।
আগের সিরিজগুলোর মতো ২০২৩ সালে উন্মোচনের অপেক্ষায় থাকা আইফোন ১৫তে কোয়ালকমের ফাইভজি মডেম ব্যবহার করবে অ্যাপল। নিজস্ব চিপ তৈরিতে সমস্যার সম্মুখীন হওয়ায় অ্যাপল এ সিদ্ধান্ত নিয়েছিল।
ইলন মাস্কের টুইটার কেনায় অনেক ব্যবহারকারী অসন্তুষ্ট হয়ে তাদের অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে টুইটারের ২৩ কোটি ব্যবহারকারী রয়েছে।
বর্তমানে ইন্টারনেটকে তুলনা করা হয়ে থাকে শ্বাস-প্রশ্বাসের সাথে। ভেবে দেখুন, একদিনের জন্য পৃথীবিতে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে কি ঘটবে!
বিশ্ব অর্থনীতিতে মন্দা ভাবের কারণে গ্রাহক ইলেকট্রনিকস গ্যাজেট ক্রয় কমিয়ে অতিপ্রয়োজনীয় পণ্য ক্রয় ও সঞ্চয়ে মনোযোগী হওয়ায় স্মার্টফোন বাজারে প্রভাব পড়েছে।
প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সরবরাহের লক্ষ্যে পৃথিবীর নিম্নকক্ষপথে আরো ৫৩টি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মাস্ক মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স।
ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ১৯ অক্টোবর এ আদেশ দেন।
সচল হওয়ার মাত্র ১৫ মিনিটের মাথায় ইভ্যালির সার্ভার ডাউন হয়ে গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৬ মিনিটে ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ক্রয় চুক্তির মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির মাস্ক পর্ব শুরু হয়। এর আগে বলা হয়েছিল, নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন ইলোন মাস্ক।
অনেকের কাছে স্বাচ্ছন্দ্যের আবার কারো কাছে বিরক্তির হলেও স্মার্ট রিং অনেকটাই আরামদায়ক। এ কারণে শিগগিরই এমন একটি ডিভাইস নিয়ে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে স্যামসাং।
এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর নবজন্ম হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির। ইভ্যালি জানিয়েছে, সবকিছু নতুন হওয়ায় আপাতত পুরাতন ডাটা থাকবে না। বিচলিত হবেন না।
বিপণিবিতানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের অনলাইনে পণ্যের মূল্য পরিশোধের সেবা দিতেই মূলত বিকাশ মার্চেন্ট হিসাব খোলার সুযোগ দিয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে নামমাত্র মাশুল নিয়ে থাকে বিকাশ।
টানা পঞ্চমবারের মতো নিয়ে আসছে এর আইকনিক ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে।
ক্রেতাদের প্রলুব্ধ করতে বেশির ভাগ ক্ষেত্রেই অনলাইনে বিভিন্ন পণ্যের ভুয়া বা লোভনীয় অফার দিয়ে থাকে সাইবার অপরাধীরা। তাই অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনা বাড়ছে।
গোপনে ফোনের ব্যাটারি ও ডেটা খরচ করা ১৬টি অ্যাপ গুগল প্লে থেকে মুছে ফেলেছে গুগল। ফোনের ব্যাটারি ও ডেটা খরচ করা অ্যাপগুলো শনাক্ত করেছে ম্যাকাফি।
বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসেই লোগো তৈরির কাজের বেশ চাহিদা রয়েছে। অনলাইন মার্কেটপ্লেসে একটি লোগো তৈরি করে ১০ ডলার থেকে ১ হাজার ডলার পর্যন্ত আয় করা যায়।
গত সেপ্টেম্বরে চার্জার ছাড়া আইফোন বিক্রি করায় দেশটিতে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ২৩ লাখ ডলার জরিমানা করা হয়।
নতুন করে পথচলার শুরুতেই দেশজুড়ে থাকা ইভ্যালির লাখো গ্রাহক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ‘ধন্যবাদ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ঝুম বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকায় ভিজে একাকার অবস্থা। এতে ভিজে যায় সঙ্গে থাকা স্মার্টফোনও। এখন আবহাওয়ার তারতম্য দেখা দিচ্ছে প্রায়ই।
ঢাকার বাইরে তিনদিনে প্রোডাক্ট ডেলিভারি কথা বলে পার্সেল নিলেও তিন থেকে চার দিনেও পার্সেল ডেলিভারি করতে পারেনা প্রতিষ্ঠানটি এবং সাত থেকে ১০ দিন সময় লাগিয়ে দেয়ার অভিযোগও আছে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যবহারকারীদের ফোনকলে আড়িপাততে সক্ষম ‘র্যাটমিলাড’ নামের ম্পাইওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম ল্যাবস।
অ্যাপল জানিয়েছে, ২৪ অক্টোবর আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম চালু করা হবে। ফলে সব মডেলের আইপ্যাডেই স্বচ্ছন্দে একাধিক কাজ করা যাবে।
আইওএস ১৬-এর লকস্ক্রিনের অভিজ্ঞতা প্রদানে আনুষ্ঠানিকভাবে উইজেট চালু করেছে গুগল। নতুন আপডেটের অংশ হিসেবে জিমেইল ব্যবহারকারীদের মেসেজের সংখ্যা দেখাবে।
পেনড্রাইভ আকারে খুব ছোট হওয়ায় প্রায়ই হারিয়ে যায়। কারো হাতে পড়লে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনাও থাকে। তাই পেনড্রাইভ চাইলে লক করে রাখতে পারেন।
থান্ডারবোল্ট আর ইউএসবি প্রযুক্তির ইতিহাস বেশ জটিল। প্রযুক্তি খাতে ইন্টেলের নিজস্ব উদ্ভাবন হিসেবে থান্ডারবোল্ট প্রযুক্তির যাত্রা হয়।
গত বুধবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি (রিঅ্যাকটর প্রেশার ভেসেল) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ শুরু হলো।
বিভিন্ন জনপ্রিয় অ্যাপের নকল তৈরি করে তার মাধ্যমে ফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে। সেই সঙ্গে স্মার্টফোন হ্যাক করে চুরি করছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।
সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞার কারণে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২৯ লাখ গ্রাহক হারিয়েছে।
স্যামসাংয়ের নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
তারুণ্য নির্ভর ব্র্যান্ড হওয়ায় সবসময় তরুণদের মতামত, পছন্দ-অপছন্দ, ভালো-মন্দ সবকিছু বিবেচনা করে থাকে। গত বছরের অক্টোবরে দেশে কারখানা স্থাপন করে শাওমি।
ইউক্রেনকে বিনামূল্যে আর স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে পারবে না বলে জানিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এখন থেকে অর্থ দিতে হবে।
অনুষ্ঠানে কান তেরজিওগ্লু বলেন, বাংলাদেশে আমরা দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি। এই ধারা বজায় রাখতে চট্টগ্রাম অঞ্চলের নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ করা হচ্ছে।
বিএমডাব্লিউ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিজাইনওয়ার্কস থেকে ফেনটির নকশা করানো হয়েছে। এই বিশেষ সংস্করণের জন্য উপকরণ ও রঙ বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
অডিওপ্রেমী হোক বা না হোক, ভালো অডিও সিস্টেম সবার জন্যই প্রয়োজন। স্যামসাং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গ্যালাক্সি বাডস২ প্রো বাজারে নিয়ে এসেছে।
অ্যামাজফিট ফ্যালকন স্মার্টওয়াচটি জেপ কোচ অ্যালগরিদমে চলবে। ঘড়িটিতে থাকছে জিপিএস সুবিধা। এক চার্জে ১৪ দিন চালাতে পারবেন ব্যবহারকারীরা।
এই আর্টিকেলে দীর্ঘ সময় যাবত ব্যাটারি ব্যাকআপ পাবার অসাধারন টিপস শেয়ার করা হয়েছে,যাতে করে আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ করতে পারেন ।
এরই মধ্যে ফোনটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। বলা হচ্ছে, নতুন আইফোন এসই ৪ মডেলে থাকবে বেশ উন্নত ও নতুন সব ফিচার।
এবার ফোন বিক্রির দিনক্ষণও জানা গেল। বছরের শেষ নাগাদ অর্থ্যাৎ ডিসেম্বরে বাজারে উন্মোচিত হবে টেসলা পাই নামে নতুন এই ফোন।
নতুন এ শনাক্তকরণের সুবিধায় প্রত্যেক ইউটিউব ব্যবহারকারীকে ইউটিউবে স্বতন্ত্র পরিচিতি দেওয়া হবে, যা বিভিন্ন চ্যানেল, পেজ, শর্টস প্রভৃতিতে ব্যবহার করা যাবে।
বিভিন্ন কাজ ও সেবার প্রলোভনে ৪০২টি অ্যাপ গোপনে ব্যবহারকারীদের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করেছে বলে জানিয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগের সাইটটি।
এ ধরনের সমস্যা যেকোনো সময় যেকোনো ফেসবুক ব্যবহারকারীর হতে পারে। ফেসবুক অ্যাকাউন্ট চুরি বা হ্যাকড হলে কী করতে হবে, তা জেনে নেওয়া যাক।
বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটার পরপরই বেশিরভাগ ক্ষেত্রে ফলোয়ার–বিভ্রাট সমস্যার সমাধান হয়েছে ফেসবুকে। তবে ঠিক কী কারণে এ সমস্যা হয়েছিল তা জানা যায়নি।
স্মার্টফোনে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত দুই থেকে তিন বছর পর্যন্ত ভালো থাকে। এরপর ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা কমতে থাকে।
আসল সত্যিটা জানা যাক। চাল জলীয় পদার্থ শোষণ করে, এটা ঠিক। তবে পানির সংস্পর্শে চালও ভিজে যায় এবং একধরনের রস নিঃসরণ করে।
আইএমইআই নম্বর বদলে মোবাইলফোন তৈরি করার কারণে এসব ফোন ব্যবহার করে অপরাধীরা সহজেই অপরাধ করতে পারে। এতে তাদের চিহ্নিত করতে অসুবিধা হয়।
ব্যবহারকরীদের ডেটা পাঠানো প্রশ্নে বারবার পাশ কাটিয়ে যান জ্যেষ্ঠ টিকটক কর্মকর্তা। চীনে ডেটা পাঠানো বন্ধ প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তর দেয়নি টিকটক।
ফোনটি বাজারে নিয়ে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। বর্তমানে ফোনটি ইউরোপের পাওয়া যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় ফোনটি মূল্য হবে প্রায় ১৮ হাজার টাকা।
টিনএজ মেয়েদের তুলনায় অল্প বয়স্ক ছেলেদের মধ্যে এই বিশেষ আচরণগত বৈশিষ্ট্য বেশি দেখা যায়। ফলে কিশোরীদের মধ্যেই টিকসের সমস্যা প্রবল।
নতুন এই ফোনে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার টাকা।
ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর।
আগামী বছরের শুরুতে নতুন সংস্করণটি বাজারে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। স্যামসাং এরই মধ্যে মাইক্রোএলইডির ব্যাপক উৎপাদন শুরু করেছে।
মটো ই৩২ নামে সাশ্রয়ী দামের ফোন আনল মটোরোলা। এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সাথে মিডিয়াটেক হেলিও জি ৩৭ চিপসেট।
সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে নারী পাচার করার ঘটনায় মহিলাদের পাচার করার জন্য তাদের সামনে টোপ ফেলা হয়েছিল সোশ্যাল মিডিয়া ‘টিকটক’।
সম্প্রতি একটি অ্যাপল ওয়াচ সিরিজ ৭ -এ বিস্ফোরণের খবর সামনে এসেছে। বিস্ফোরণের খবর প্রকাশিত হতেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে, দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন সেবায় কিছু চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে অনেক দুর্ঘটনা ঘটছে।
গুগল নিয়ে এলো দুইটি স্মার্টফোন।একটি গুগলের পিক্সেল ৭ অপরটি গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোন। এর সঙ্গে একটি স্মার্টওয়াচও আসছে। গুগল।
যে কোনো সময় যে কোনো কন্টেন্ট সামনে এসে যাওয়াটা খুবই বিব্রতকর। এখন থেকে নিউজফিড কাস্টমাইজ করা যাবে ফেসবুকে।
একটি সংঘবদ্ধ চক্র ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ নিয়েছে। ওই চক্রটির হাতে রয়েছে সরকারি জরুরি গুরুত্বপূর্ণ এই অ্যাপের গোপন পাসওয়ার্ড।
প্রায় এক বছর বন্ধ থাকার পর ইভ্যালি তাদের কার্যক্রম আবার শুরু করছে। একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে চায় ইভ্যালি।
কথায় আছে, ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’। তেমনি এই ইয়ারবাডের লুক প্রথমেই মুগ্ধ করবে গ্রাহকদের।
স্ন্যাপড্রাগনের সব প্রসেসরকে ছাড়িয়ে গেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০+ সম্প্রতি তালিকা প্রকাশ করেছে বেঞ্চমার্কিং টুল আন্টুটু।
আগামী নভেম্বরে প্রায় ৩০ লাখ মোবাইল সিম কার্ড বন্ধ হতে পারে। সিম বন্ধের বিষয়ে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
মার্কেটপ্লেসে থাম্বনেইল তৈরির জন্য ১ ডলার থেকে সর্বোচ্চ ২০ ডলার পাওয়া যায়। কাজের মান ভালো হলে নিয়মিত কাজ পাওয়া যাবে।
রাস্তার পাশাপাশি পানিতেও চলবে গাড়ি। মার্কিন ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এমন গাড়ি তৈরি করছে।
ফোনটির মডেল মটো জি৭২। ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা।
শিগগিরই ইভ্যালি থেকে অনলাইনে পণ্য অর্ডার করার পাশাপাশি গ্রাহকদের টাকা আগামী ১ নভেম্বর থেকে রিফান্ড করা শুরু হবে।
চার বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় চিপ উৎপাদন কমেছে। আগস্টে উৎপাদন ১ দশমিক ৭ শতাংশ কমেছে।
Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে থাকবে ৬০০০ মিলি-আম্পিয়ার ব্যাটারী আর ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জিং।
ভ্যাট ছাড়া ‘অরবিট Y50’ মডেলের ফোনটির মূল্য ১২,৯৯৯ টাকা। এতে ব্যবহৃত হয়েছে হেলিও A22 প্রসেসর।
আকর্ষণীয় এই ফোনটিতে পাচ্ছেন আমোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর ৩২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
মিনিস্টার টিভিতে চলছে অবিশ্বাস্য মূল্যছাড়! সাথে আরো থাকছে ৩০০০ টাকার ক্যাশ ভাউচার।
এই মডেলে থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর। ডুয়াল ব্যাক ক্যামেরা আর ব্যাটারি হবে ৫০০০মিলিএম্পায়েরর।
ঢাকা ও রংপুরে সফলভাবে ফাইভজি ট্রায়াল পরিচালনা করেছে রবি। প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে।
একই অপারেটরের মধ্যে প্রতিটি কলড্রপের জন্য ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা। এ বিষয়ে কাজ করছে বিটিআরসি।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা। থাকবে হেলিও জি৩৫, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট।
Subscribe to our Newsletters